প্রেমপ্রণয়ে জটিলতা উদ্বেগ বাড়াবেঃবৃষ
এই দেশ এই সময়,ঢাকাঃ মেষঃ বিকল্প কর্মসংস্থানের চেষ্টায় আশার আলো। ঘনিষ্ঠজনের কারসাজিতে দাম্পত্য বিরোধ। বিতর্কবিবাদে মাথা গলিয়ে ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা।
বৃষ: স্বনির্ভর জীবিকার চেষ্টা সফল হতে পারে। প্রেমপ্রণয়ে জটিলতা উদ্বেগ বাড়াবে। চারুকলার চর্চায় দক্ষতার স্বীকৃতির যোগ।
মিথুন: বৃত্তিগত পরিকল্পনায় সাফল্য ও কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি। সম্পত্তি ক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মতানৈক্য। কলাকুশলীদের শুভ দিন।
কর্কট: ব্যবসায় অংশীদারকে অতিরিক্ত বিশ্বাস করে ঠকতে হতে পারে। উদ্যমের অভাবে শুভ যোগ ব্যর্থ হওয়ার আশঙ্কা। সিংহ: নতুন কাজের অপ্রত্যাশিত সুযোগ মিলতে পারে। প্রিয়জনের আচরণে পারিবারিক অশান্তি ও মানহানির আশঙ্কা। ভ্রমণের পরিকল্পনায় ব্যাঘাত।
কন্যা: বহু শ্রম ও অধ্যবসায়ের পুরস্কার মিলতে পারে। ললিতকলার অনুশীলনে কৃতিত্বের স্বীকৃতি। জমি ক্রয়বিক্রয় স্থগিত রাখাই ভাল।
তুলা: নিজস্ব কৌশলে কর্মক্ষেত্রে জট কাটিয়ে বাহবা পেতে পারেন। সম্পত্তি-বিবাদ ঘিরে আত্মীয়স্বজনের ব্যবহারে মনঃকষ্ট।
বৃশ্চিক: অধস্তন কর্মচারীদের কূট চালে হয়রানি বাড়বে। বন্ধু নির্ভরতার সুযোগ নেওয়ায় বিশ্বাসভঙ্গের বেদনা পেড়ে ফেলতে পারে। ভাবাবেগ ছেড়ে বাস্তববাদী হতে না-পারলে বিপদ।
ধনু: কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনায় মানসিক চাপ। নিকটজনের অনৈতিক কাজকর্মে পরিবারে অসন্তোষ। জ্ঞানী ব্যক্তির সাহচর্যে প্রশান্তির পথ সন্ধান।
মকর: শত্রুর ষড়যন্ত্র বানচাল করে কর্মক্ষেত্রে অগ্রগতি। স্বজনবিরোধ সামলে পরিবারের মানরক্ষা। জ্যোতিষ ও রহস্যবিদ্যার চর্চা বড় কোনও সুযোগ এনে দিতে পারে।
কুম্ভ: বহু শ্রম ও অধ্যবসায়ের ফল মিলতে পারে। ভাবাবেগ থেকে আত্মীয়মহলে বিপত্তির আশঙ্কা। অসুস্থতার জেরে ভ্রমণের পরিকল্পনা ভেস্তে যেতে পারে।
মীন: পড়শির উস্কানিতে পরিবারে অশান্তি। শত্রুর বাগড়ায় সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা ভেস্তে যেতে পারে। অতিরিক্ত পরিশ্রমে অবসাদ।
Posted in: লাইফ স্টাইল