৯ রানের জয় পেয়েছে লঙ্কানরা
স্পোর্টস ডেস্কঃ কাল ছিল শ্রীলঙ্কার প্রথম টি-টোয়েন্টি পরীক্ষা যেখানে ছিলনা সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে। বর্তমান টি-টুয়েন্টি চ্যাম্পিয়নরা সেই পরীক্ষা ভালোভাবেই পাস করেছেন। গতকাল ওভালে ইংলিশদের বিপক্ষে ৯ রানের জয় পেয়েছে লঙ্কানরা। টসে হেরে ব্যাট করতে নেমে লঙ্কান্দের শুরুটা ভাল হয়নি। দলীয় ২৪ রানের মাথায় দিলশানকে হারানো শ্রীলঙ্কার স্কোর একপর্যায়ে ছিল ৮৫/৪। ১৭তম ওভারে ৬ উইকেটে ১৪১ রানে থাকা লঙ্কানদের সংগ্রহকে অন্য উচ্চতায় নিয়ে যান থিসারা পেরেরা। তিনি ২৫ বলে ৪৯ রান তুললে কপাল কুঁচকেই ডাগআউটে ফিরতে হয় অধিনায়ক এউইন মরগানকে। পেরেরার ইনিংসের পাশাপাশি লাহিরু থিরিমান্নে ৪০ আর কিথুরুয়ান ভিতানাগে ৩৮ রান করেন। স্কোরবোর্ডে ১৮৩ রান জমা করলেও শ্রীলঙ্কার জয়টা মূলত এসেছে পেসার লাসিথ মালিঙ্গার কৃতিত্বেই। ডেথ ওভারে তাঁর দারুণ নিয়ন্ত্রিত বোলিং ইংল্যান্ডকে বঞ্চিত করে একটা নিশ্চিত জয় থেকেই।
ম্যাচের ১৭তম ওভারে দারুণ খেলতে থাকা অ্যালেক্স হেলসকে (৬৬) ফিরিয়ে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরান মালিঙ্গা। দারুণ এক স্লোয়ারে হেলসকে বোল্ড করার আগ পর্যন্ত জয়ের পথেই ছিল ইংলিশরা। হেলস আউট হয়ে যাওয়ার পরেও রবি বোপারা টেনে নিয়ে যেতে পারতেন দলকে। কিন্তু মালিঙ্গা তাঁর শেষ ওভারে মাত্র ৪ রান দিলে জয় থেকে ৯ রান দূরেই থেমে যেতে হয় ইংল্যান্ডকে। ৪ ওভার বল করে ২৮ রান দিয়ে তাঁর তুলে নেওয়া ৩ উইকেটই শেষ অবধি শ্রীলঙ্কার জয়ের মূল অনুষঙ্গ প্রমাণিত হয়। ক্রিকইনফো।