বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » সমাবেশের অনুমতি নেই বিএনপির

সমাবেশের অনুমতি নেই বিএনপির 

bnp

এই দেশ এই সময়,ঢাকাঃ গুম-খুন-বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে বিএনপি’র নাগরিক সমাবেশ অনিশ্চিত হয়ে পড়েছে। অনুমতি না থাকার কথা বলে অনুষ্ঠানস্থল থেকে দলীয় নেতা-কর্মী ও ডেকোরেশনের কাজে নিয়োজিত কর্মীদের বের করে দিয়েছে পুলিশ। এছাড়া মিলনায়তনের গেটে তালা লাগিয়ে দিয়েছে। মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম বলেন, মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এসে আমাদের সমাবেশ করতে দেবে না বলে জানিয়ে দিয়েছে। তারা বলছেন সমাবেশের অনুমতি নেই।
bnp
বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ সমাবেশ হওয়ার কথা। অনুষ্ঠানের আয়োজক ঢাকা মহানগর বিএনপি। সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।

এর আগে সকাল ১১টা থেকে দলের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ইন্সটিটিউশন মিলনায়তনে মঞ্চ নির্মাণসহ আনুষঙ্গিক কাজ শুরু করে। এ সময় সেখানে দলের নেতৃবৃন্দের মধ্যে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মীর সরফত আলী সপু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবিব, মিজানুর রহমান, সাই্রুল কবির খান প্রমূখ উপস্থিত ছিলেন।

বেলা ১২টার দিকে পুলিশের রমনা জোনের এসি শিবলী নোমান এসে আয়োজকদের বলেন, এখানে সমাবেশ করার কোনো অনুমতি নেই। আপনারা তাড়াতাড়ি চলে যান। নইলে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হবো। এরপরই পুলিশ হলরুমে ঢুকে সেখানে মঞ্চ তৈরির কাজে নিয়োজিত কর্মীদের বের করে দিয়ে মিলনায়তনের দরজায় তালা লাগিয়ে দেয়।

আব্দুস সালাম জানান, সমাবেশের জন্য ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনের কর্তৃপক্ষের অনুমতি রয়েছে। তিনি বলেন, ঘরোয়া আলোচনায় অনুমতি নেয়ার প্রয়োজন হয় না। তারপরও আমরা প্রশাসনের কাছে অনুমতি চেয়ে চিঠি দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত অনুমতি দেওয়া হয়নি।

এই নাগরিক সমাবেশে বিশিষ্ট নাগরিকগন, গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক, ঢাকায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই-কমিশনারদেরও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান মহানগর সদস্য সচিব।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone