ব্রাজিলে ১৫ লক্ষ যৌনকর্মী প্রস্তুত
স্পোর্টস ডেস্কঃ ফুটবল বিশ্বকাপের উত্তেজনা বাড়তে না বাড়তেই ব্রাজিলে ইতিমধ্যে পসার জমাতে পারি দিয়েছেন প্রায় ১৫ লাখ দেহপসারিনী! ব্রাজিলের অন্ধকার গলিগুলিতে তো বটেই, দেহপসারিনীরা এক মাস ধরে রাস্তার মোড়ে মোড়ে বিদেশি পর্যটকদের স্বাগত জানাতে অপেক্ষায় থাকবেন।
ব্রাজিলে যৌন ব্যবসা বৈধ। ফলে এ ব্যবসা যে বেশ লাভবান হয়ে উঠবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিন জানিয়েছে, বিশ্বকাপ উপলক্ষে এক পর্যটন খাতে ব্রাজিলের অর্থনীতিতে যোগ হবে ৩০৩ কোটি ডলার। বিশ্বকাপ চলাকালীন ব্রাজিলে ভ্রমণ করবেন আনুমানিক ৩৭ লাখ বিদেশি পর্যটক। তাঁদের কাছ থেকে ডলার খসাতে প্রস্তুত যৌনকর্মীরাও। ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে দক্ষিণ আমেরিকার দেশগুলো ছাড়াও রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পতিতা ব্রাজিলে ইতিমধ্যেই ভীড় জমাতে শুরু করেছেন।
ব্রাজিল হচ্ছে দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ রাষ্ট্র। ব্রাজিলের সাথে চিলি ও ইকুয়েডর ছাড়া দক্ষিণ আমেরিকার সকল দেশেরই সীমান্ত-সংযোগ রয়েছে। বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ হিসেবে রাশিয়া, কানাডা, চীন, ও মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান।