সুন্দরবনে ৫ একর এলাকা পুড়ে ছাই
খুলনা প্রতিনিধিঃ বুধবার রাতে বনবিভাগ আগুন নিয়ন্ত্রণে এসেছে জানালেও এখনো বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে আগুন জ্বলছে। জানা যায়, বন এলাকার প্রায় ৫ একরের বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গিয়েছে।
জানা যায়, বৃহস্পতিবারও বনবিভাগ, টাইগার টিম, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে ফায়ার সার্ভিস ও বন বিভাগের সদস্যরা জানান, সুন্দরবনের দুর্গম এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণ করতে দেরি হচ্ছে।
বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তারা।
পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী ও আমুরবুনিয়া ফরেস্ট ক্যাম্পের মাঝামাঝি বাইশেরছিলা এলাকার গহীন অরণ্যে আগুন লাগে।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে ‘বনজীবী’রা সুন্দরবনের গাছ-পালায় দাউ-দাউ করে আগুন জ্বলতে দেখে বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে মোড়েলগঞ্জ ও শরণখোলা ফায়ার সার্ভিস সদস্যদের নিয়ে মংলার চাঁদপাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম –