তীরে এসে তরী ডুবল মাদ্রিদের
স্পোর্টস ডেস্কঃ তীরে এসে তরী ডুবল অ্যাটলেটিকো মাদ্রিদের৷ ৯৩ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও ইউরোপ সেরা হতে পারল না দিয়েগো সিমিওনে দল৷ শেষ হাসি হাসল রিয়ালই৷ জেগে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনালদো , গ্যারেথ বেলরা ৷ দিয়েগো সিমিয়ানোর দলকে ৪-১ গোলে হারিয়ে দশম চ্যাম্পিয়ন্স লিগ জিতল রিয়াল৷
যাঁরা খেলাটি দেখেননি, স্কোরলাইন দেখে তাঁদের বোঝার উপায় নেই যে এই ম্যাচেই ৯৩ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল অ্যাটলেটিকো। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে সার্জিও রামোসের সমতাসূচক গোলও ইঙ্গিত দেয়নি শেষ পর্যন্ত ম্যাচের স্কোরলাইন এমন হবে।
অতিরিক্ত সময়ের ১১০ মিনিটে গ্যারেথ বেল, ১১৮ মিনিটে মার্সেলো আর ১২০ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি গোলে বহু-প্রতীক্ষিত ‘লা ডেসিমা’ এখন রিয়ালের। এক যুগের দীর্ঘ অপেক্ষার পর ইউরোপ-সেরার খেতাবটা ধরা দিলো রিয়ালের!
Posted in: খেলা