অনুষ্কার ২২ টেক
স্পোর্টস ডেস্কঃ বলিউডের অভিনেত্রী আনুষ্কা শর্মা এবং ভারতের ক্রিকেটার বিরাট কোহলি যে প্রেম করছেন এটা এখন ওপেন সিক্রেট। কিন্তু সবার সামনে এলেই বন্ধুত্বের জয়গান।
অন্যদিকে, বিরাট অনুষ্কার সামনে এলে, অনুষ্কার নাকি আজকাল একটু বেশিই ঘাবড়ে যাচ্ছেন! কিন্তু কেনো?
এর কারণ সম্পর্কে জানা গেছে, শ্রীলঙ্কায় অনুষ্কা ব্যস্ত অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘বম্বে ভেলভেট’ ছবির শ্যুটিংয়ে। কিছুদিন আগে অনুষ্কার সঙ্গে দেখা করার জন্য শ্যুটিং ফ্লোরে উড়ে গিয়েছিলেন বিরাট। টি-টুয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য বেশি সময় কাটাতে পারেননি প্রেমিকার সঙ্গে। খেলা শেষে আবারও বিরাট নাকি দেখা করেছেন আনুষ্কার সঙ্গে। আর এই দেখা করা নিয়েই বেশ ঘাবড়ে গেছেন অভিনেত্রী।
জানা গেছে, শ্যুটিং চলাকালীনই আনুষ্কার সঙ্গে বিরাট কোহলি দেখা করতে গেলে আনুষ্কার মন নাকি একেবারেই উড়ে যায় শ্যুটিং থেকে। যে মেয়ে এক টেকেই সঠিক শট দিতেন, সে নাকি প্রায় ২২ বার টেক দেয়ার পরই সঠিক অভিনয় করছেন। আনুষ্কার এই অবস্থা দেখে পরিচালক অনুরাগ নাকি বিরাটকে বলতে বাধ্য হয়েছেন শ্যুটিং থেকে দূরে থাকতে।
অনুরাগের কথা শুনে বাধ্য ছেলের মতো বিরাট শ্যুটিং প্যাকআপ হওয়ার পরেই শ্রীলঙ্কার সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছেন অনুষ্কার হাত ধরে!