ঢাকায় অটোরিকশা ধর্মঘ্ট
এই দেশ এই সময়,ঢাকাঃ ঢাকায় সিএনজি-চালিত অটোরিকশা ধর্মঘট শুরু হয়েছে।
মঙ্গলবার ভোর ৬টা থেকে ৭২ ঘণ্টার এ ধর্মঘট শুরু হয়। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
অটোরিকশার বয়সসীমা বৃদ্ধির দাবিতে এই ধর্মঘট ডেকেছে মালিক সমিতি।
ধর্মঘটের মধ্যেও মঙ্গলবার সকালে ঢাকার রাস্তায় অল্পসংখ্যক সিএনজি-চালিত অটোরিকশা চলতে দেখা গেছে। এ ছাড়া ব্যক্তি-মালিকানাধীন সিএনজি-চালিত কিছু অটোরিকশা চলছে।
জানা গেছে, ২০০২ সালে ঢাকায় অটোরিকশা নামানোর সময় এর বয়সসীমা নয় বছর নির্ধারণ করে দেওয়া হয়েছিল। মালিকদের চাপে তা দুই দফা বাড়িয়ে ১১ বছর করা হয়। এখন আরও চার বছর বয়সসীমা বৃদ্ধির জন্য চাপ দিচ্ছেন মালিকেরা।
Posted in: জাতীয়