শপথগ্রহণ করেছেন মোদীর সহযোগি ৪৫ জন মন্ত্রী
আন্তর্জাতিক ডেস্কঃ সোমবার সন্ধ্যায় ভারতের ১৫ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। তার সাথে শপথগ্রহণ করেছেন মোদীর সহযোগি ৪৫ জন মন্ত্রী। ২৩ জন পূর্ণমন্ত্রীর পাশাপাশি ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও ১২ জন প্রতিমন্ত্রী।
যেনে নেয়া যাক কে কোন দায়িত্ব পেলেন-
সুষমা স্বরাজ পররাষ্ট্রমন্ত্রী, রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী, অরুণ জেটলি অর্থমন্ত্রী, সংসদ বিষয়ক মন্ত্রী এম ভেনকাইয়া নাইডু, পরিবহনমন্ত্রী নিতীন গড়কড়ি, সদানন্দ গৌড়া রেলমন্ত্রী, উমা ভারতী পানিসম্পদ ও গঙ্গা পরিশোধন বিষয়ক মন্ত্রী, গোপীনাথ মুন্ডে গ্রামীণ উন্নয়নমন্ত্রী, রামবিলাস পাসোয়ান খাদ্য ও বেসামরিক সরবরাহ ও ভোক্তাবিষয়ক মন্ত্রী৷ এ ছাড়া, রসায়ন ও সারমন্ত্রী অনন্ত কুমার, টেলিকম ও আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, বেসামরিক বিমান চলাচলমন্ত্রী অশোক গজপতি রাজু, খাদ্য প্রক্রিয়াজাতকরণমন্ত্রী হরসিমরত কাউর বাদল, উপজাতীয়বিষয়ক মন্ত্রী জুয়াল ওঁরাও, কৃষিমন্ত্রী রাধা মোহন সিং, মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এবং মানেকা গান্ধী নারী ও শিশুবিষয়ক উন্নয়নমন্ত্রী।
এদিকে মন্ত্রিসভায় জায়গা পেলেন না লালকৃষ্ণ আদবানী, মূরলী মনোহর যোশির মতো প্রবীণ নেতারা। বিরোধিতার মাসুল দিতে গিয়েই বাদ পড়তে হল তাদের এমনটিই মনে করছেন অনেকে। মন্ত্রিসভায় জায়গা পেলেন না পশ্চিমবঙ্গের সাংসদরা। মন্ত্রিসভা সম্প্রসারণের সময় সুরিন্দর সিং আহলুওয়ালিয়া বা বাবুল সুপ্রিয় জায়গা পেতে পারেন বলে ধারণা করা হয়েছিল। সূত্র: জি নিউজ, এনডিটিভি