চলচ্চিত্রের গানে আবার একসঙ্গে হাবিব-ন্যান্সি
বিনোদন ডেস্কঃ বর্তমান সময়ের বাংলাদেশের সংগীতের জনপ্রিয় দুই শিল্পী হাবিব এবং ন্যান্সি। একসঙ্গে তারা উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় গান। হাবিব ওয়াহিদ ও ন্যান্সি সর্বশেষ ২০১২ সালে কণ্ঠ দিয়েছিলেন ‘তুমি সন্ধ্যার মেঘমালা’ ছবিতে। দীর্ঘ প্রায় দুই বছর পর আবারও চলচ্চিত্রের কোনো গানে একসঙ্গে কণ্ঠ দিলেন হাবিব ওয়াহিদ ও ন্যান্সি। মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘মন জানে না মনের ঠিকানা’ ছবিতে আলোচিত এ সংগীত জুটির নতুন এই গানটি থাকছে।
‘ভালোবেসে কাছে এসে ছুঁয়েছো এ মন’—এমন কথার এ গানটি লিখেছেন ছবির পরিচালক নিজেই। সুর ও সংগীত করেছেন হাবিব ওয়াহিদ। গত ২৫ মে সন্ধ্যায় হাবিবের নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়।
গানটি প্রসঙ্গে হাবিব বলেন, ‘ আমি আর ন্যান্সি আগেও চলচ্চিত্রের বেশ কয়েকটি গানে কণ্ঠ দিয়েছি। শ্রোতারা সে গানগুলো গ্রহণও করেছেন। ভালো রেসপন্স পেয়েছি সবগুলো গান থেকেই। আশা করি এই গানটিও সবার ভালো লাগবে।’
ন্যান্সি বলেন, ‘আমি আজকের ন্যান্সি হয়ে ওঠার পেছনে এবং এতদূর আসার পেছনে হাবিবের ভূমিকা অনেক বেশি। অনেক দিন পর আবার তার সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। নতুন গানটি বেশ শ্রুতিমধুর। আশা করি শ্রোতাদের কাছে বেশ ভালো লাগবে গানটি। তাদের কাছ থেকে সবসময় আমাদের গানের জন্য যে বাহবা পেয়ে এসেছি সেটা এ গানটির জন্যও পাব বলে আমার বিশ্বাস।