তারেক রহমানকে মোদির আমন্ত্রণ
এই দেশ এই সময়,ঢাকাঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিএনপির সিনিয়র ভাইস চেয়াম্যান তারেক রহমানকে তার দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে বিজেপি ও বিএনপি অচিরেই আলোচনার জন্য বৈঠকে বসবে বলেও আশা প্রকাশ করেন মোদি।
সোমবার নরেন্দ্র মোদি শপথ নেওয়ার পরপরই তারেক রহমান তাকে অভিনন্দন জানান। বিজেপির সেন্ট্রাল ফরেন অ্যাফেয়ার্স সেক্রেটারি বি জে জলি তারেক রহমানের অভিনন্দন বার্তাটি নরেন্দ্র মোদির হাতে তুলে দেন। মোদি তাৎক্ষণিকভাবে বি জে জলির মাধ্যমে তারেককে ধন্যবাদ জানান।
তারেক রহমানের উপদেষ্টা অ্যাডভোকেট হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তারেক রহমান অভিনন্দন বার্তায় মোদিকে বলেন, ‘আপনার চৌকস নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার হবে। বিজেপি ও বিএনপির মধ্যে সম্পর্কের দৃঢ় বন্ধন রচিত হবে।’
মোদিকে উদ্দেশ্য করে তারেক বলেন, ‘সার্কের গুরুত্বপূর্ণ সদস্য দেশ হিসেবে আপনি এ অঞ্চলের সার্বিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবেন। আমি আশা করি, আমাদের সম্পর্কেও এক নতুন দিগন্তের সূচনা হবে। আমি বিএনপি ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে অতীতের সম্পর্কের পুনর্মূল্যায়ন হবে। সম্পর্ক উন্নয়নে আপনার ভূমিকা হবে অবিস্মরণীয়।’
তারেক বলেন, ‘ভারত সম্পর্কে বাংলাদেশের মানুষের মধ্যে যে নেতিবাচক সাড়া পড়েছে তা আপনার বিশেষ ভূমিকায় দূর হয়ে ইতিবাচক পরিমণ্ডল তৈরি হবে বলে আমি প্রত্যাশা করি।’