আত্মহত্যা করেছে পুলিশ কর্মকর্তার ছেলে
এই দেশ এই সময়,ঢাকাঃ রাজধানীর কল্যাণপুরে কাউসার আজাদ (২০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার বাবার নাম আবুল কালাম আজাদ। তিনি পুলিশের এসআই পদে মিরপুর থানায় কর্মরত আছেন। তারা ৪০/৩ কল্যাণপুরের বাসিন্দা।
মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ছেলেটি তার বাবার কাছে সবসময় টাকা চাইতো। কিন্তু চাকরি করে যে টাকা পায় তা দিয়ে সংসার চালিয়ে ছেলের আবদার সব সময় পূরণ করতে পারতেন ন। তাই টাকা না পেয়ে ছেলে চাকরি খুঁজতে থাকেন। কিন্তু চাকরিও পান না। অবশেষে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।