ফিরছে ৬ বাংলাদেশির লাশ
নিজস্ব প্রতিবেদকঃ আগামী শুক্রবার সৌদিআরব থেকে ৬ বাংলাদেশির লাশ দেশে পাঠানো হবে জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। গত ১২ মে সৌদি আরবের রিয়াদে আগুনে পুড়ে মারা যান নয় বাংলাদেশি। তার মধ্যে ছয় জনের লাশ শুক্রবার বাংলাদেশে পাঠানো হবে নিশ্চিত করেছেন রিয়াদের বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মিজানুর রহমান।
এদিকে বাকি তিন লাশ কখন পাঠানো হবে এমন প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, আগামী মঙ্গলবার বাংলাদেশ বিমানের ফ্লাইটে বাকি লাশগুলো পাঠানো হতে পারে।
এদিকে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশ বিমানে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার সকাল ৬টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-০৪০ ফ্লাইট ছয় বাংলাদেশির লাশ নিয়ে রওনা করবে। বিজি-০৪০ ফ্লাইটটি বাংলাদেশ সময় ৩টা ১৫ মিনিটে ঢাকায় নামবে।
উল্লেখ্যে, গত ১২ মে রিয়াদের শিফা সানাইয়া এলাকায় অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন তিতাস ফার্নিচারে ভয়াবহ আগুনে পুড়ে মারা যান নয় বাংলাদেশি।
তাদের মধ্যে কুমিল্লার জালাল, আব্দুল গাফ্ফার, মো. সেলিম, বাহাউদ্দিন, নাজির হোসেন, মতিউর রহমান, শাহ আলম। বাকি দুইজনের মধ্যে জাকির হোসেনের বাড়ি নোয়াখালী এবং মাদারীপুরের আক্কাস।
Posted in: জাতীয়