মোদিকে ধন্যবাদ জানালেন নওয়াজকন্যা
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে অংশ নিয়ে ইসলামাবাদে ফেরার সময় নরেন্দ্র মোদির দেওয়া উপহার মায়ের জন্য নিয়ে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।
দাদীকে উপহার পাঠানোর জন্য টুইটারে ভারতের নতুন প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানিয়েছেন নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম।
নরেন্দ্র মোদির পাঠানো উপহারের তারিফ করে মরিয়ম টুইটারে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘আমার দাদীকে সুন্দর একটি শাল পাঠানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ। আমার বাবা নিজেই দাদীর কাছে শালটি পৌঁছে দিয়েছেন।’বার্তার সঙ্গে শালটির ছবিও পোস্ট করেন মরিয়ম।প্রসঙ্গত, ভারতের ১৫তম প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান উপলক্ষ্যে দেশটিতে দুই দিনের সফর শেষে মঙ্গলবার সন্ধ্যায় পাকিস্তানে ফিরে যান নওয়াজ শরীফ। শপথ অনুষ্ঠানে অংশ নেওয়া দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের প্রতিনিধিদের মতো নওয়াজ শরীফও নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে অংশ নেন। ভারতের প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অংশগ্রহণকে দীর্ঘদিনের শীতল সম্পর্কের বরফ গলার ইঙ্গিত বলে ধারণা করছেন বিশ্লেষকরা।সোমবার মোদির শপথ অনুষ্ঠানের পর অল্প সময়ের সাক্ষাতে নিজেদের মাকে নিয়ে আলাপ হয়েছিল এই দুই নেতার মধ্যে। মাঝরাতে মোদির টুইটের মাধ্যমেই তাদের আলাপের বিষয়টি জানা যায়। টুইটারে মোদি লিখেছেন, ‘নওয়াজ শরীফ তার সঙ্গে আপালে কিছু আবেগী বিষয় নিয়ে কথা বলেছেন। নওয়াজ বলেছেন ইসলামাবাদে বাস করলেও সপ্তাহে একদিন তার মায়ের সঙ্গে দেখা করতে যান। বিজেপি জয় লাভের পর আমার মা যখন আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছিলেন তখন মায়ের সঙ্গে বসে খাচ্ছিলেন নওয়াজ। টেলিভিশেনে মিষ্টি খাওয়ার সেই দৃশ্য তাদের দুজনকেই ভীষণ আবেগপ্রবণ করে তুলেছিল বলে জানিয়েছেন নওয়াজ।’ সূত্র: এনডিটিভি