বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » নগ্ন থাই রাজবধূ ভিডিও ফাঁস

নগ্ন থাই রাজবধূ ভিডিও ফাঁস 

nogno

আন্তর্জাতিক ডেস্কঃ থাইল্যান্ডের রাজবধূর আপত্তিকর নগ্ন ভিডিও প্রকাশ করেছে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল। এ ঘটনায় দেশটিতে পত্রিকাটির ওয়েবসাইট বন্ধ nognoকরে দেয়া হয়েছে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত থাই কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

ভিডিওটি সম্পর্কে ডেইলি মেইলে বলা হয়েছে, ব্যাংককে থাই রাজপ্রাসাদে ভিডিওটি ধারণ করা হয়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাজবধূ শ্রীরশ্মি নগ্ন হয়ে ( শুধু ছোট্ট জি-স্ট্রিং পরা) কুকরের জন্মদিন পালন করছেন। স্বামী যুবরাজ মাহাও তার সঙ্গেই আছেন।

পোষা কুকুরের জন্মদিন উদযাপনের এ ভিডিওটিতে আরো দেখা যাচ্ছে, নগ্ন রাজবধূ কুকুরকে কেক খাওয়াচ্ছেন।

এদিকে রাজবধূর এ ধরণের কর্মকাণ্ডের সমালোচনা করে যুক্তরাষ্ট্রে নিযুক্ত থাইল্যান্ডের সাবেক এক রাষ্ট্রদূত বলেন, ‘বিমানবাহিনীর প্রধানের সমান মর্যাদার ব্যক্তি কীভাবে এ ধরনের কাজ করেন?’

আপত্তিকর এই ভিডিও ফাঁসের ঘটনা বর্তমান রাজার উত্তরসূরি হিসেবে রাজপুত্র মাহার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলেও মন্তব্য করেন সাবেক এ রাষ্ট্রদূত।

থাইল্যান্ডের বর্তমান রাজা ভূমিবল আদুলাদেজ এর আগেও তার চার ছেলেকে বিভিন্ন কাণ্ডে নির্বাসিত করেছেন। দেশটিতে সামরিক শাসন জারি হওয়ার পর ৮৬ বছর বয়স্ক অসুস্থ রাজাকে জনসম্মুখে দেখা যায়নি।

এ ঘটনায় ক্ষমতায় থাকা সামরিক জান্তাও এখনও মুখ খোলেননি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone