বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » চট্টগ্রামে ভূমিদস্যু আটক

চট্টগ্রামে ভূমিদস্যু আটক 

cittagong

চট্রগাম প্রতিনিধিঃ  চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার ছিন্নমূল এলাকায় দখলদার ভূমিদস্যু ও সন্ত্রাসীদের বিরুদ্ধে মঙ্গলবার রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। cittagongএসময় দুই দুর্ধর্ষ ভূমিদস্যুকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

অভিযানে আটক হওয়া দু’জন হল, ভূমিদস্যু ইয়াকুব বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সুজন ও তাদের প্রতিপক্ষ বাহিনীর শাখা প্রধান নূর মোহাম্মদ।

তাদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রশস্ত্রের মধ্যে আছে, একটি পিস্তল ও ৬ রাউন্ড গুলি এবং দু’টি এলজি ও এক রাউন্ড কার্তুজ।

জানা যায়, ছিন্নমূল, জঙ্গল ছলিমপুরসহ আশপাশের এলাকায় বিপুল পরিমাণ সরকারী পাহাড়ি খাসজমি আছে। সেই জমি দখল করে গরীব লোকদের কাছে বিক্রি করে কয়েকটি ভূমিদস্যু চক্র।

জমির দখল-বেদখল নিয়ে প্রায়ই সেখানে দু’গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া পাহাড়ি এলাকাজুড়ে বেশ কয়েকটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের আস্তানা আছে। নিয়মিত সেখানে মাদক বিক্রি, অস্ত্র বেচাকেনাসহ আরও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড ঘটে।

জানা যায়, সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধে পুরো এলাকা ঘিরে সাঁড়াশি অভিযান চালানো হয়। এসময় কয়েকজন পালাতে সক্ষম হলেও দু’জনকে আটক করা হয়েছে।

আটক দু’জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone