আর্জেন্টিনা কোচের লক্ষ্য সেমিফাইনাল
স্পোর্টস ডেস্কঃ আসন্ন বিশ্বকাপে অন্তত পক্ষে সেমিফাইনালে পৌঁছার লক্ষ্য স্থির করেছেন আর্জেন্টিনা কোচ আলেসান্দ্রো সাবেলা। আর্জেন্টিনা, জার্মানি এবং বর্তমান চ্যাম্পিয়ন স্পেনসহ স্বাগতিক ব্রাজিল আসন্ন টুর্নামেন্টের ফেবারিট হিসেবে মাঠে নামবে।
সাবেলা জানান, অন্তত শেষ চারে পৌঁছাই তার প্রত্যাশা। এফ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে প্রতিদ্বন্দ্বী দলগুলো হলো বসনিয়া-হারজেগোভিনা, নাইজেরিয়া এবং ইরান।
তিনি বলেন, শিরোপা জয়ের নিশ্চয়তা আমি দিচ্ছি না। প্রাথমিকভাবে আমরা শেষ চারে পৌঁছার কথা চিন্তা করছি এবং তারপর বেশি কিছু চিন্তা করবো। শেষ বিশ্বকাপগুলোর চেয়ে আমাদের ভালো করতে হবে।
২ বার শিরোপা জয়ী আর্জেন্টিনা সর্বশেষ ১৯৮৬ বিশ্বকাপ জয় করেছিল। আর গত ২ বার দলটি কোয়ার্টার ফাইনালে উঠেছিল।
তবে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত লিওনেল মেসি দলে থাকায় দক্ষিণ আমেরিকায় অনুষ্ঠিতব্য এবারের টুর্নামেন্টে আরো ভালো করতে প্রতিজ্ঞ আর্জেন্টিনা।
মেসি গত ক্লাব মৌসুমে খুব ভালো না করলেও বার্সেলোনা তারকার প্রতি দলের খেলোয়াড়দের কাছ থেকে সহায়ক ভূমিকা প্রত্যাশা করছেন সাবেলা।
কোচ বলেন, দলের নেতা হচ্ছে অধিনায়ক এবং সেটা হচ্ছে মেসি। সকলেই তাকে ঘিরে। সে আমাদের পতাকা।