জনসভার জন্য প্রস্তুত মুন্সীগঞ্জ মঞ্চ
নিজস্ব প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভার জন্য এখন পুরোপুরি প্রস্তুত মুন্সীগঞ্জ।
অপরহরণ, গুম, খুনসহ বিএনপি নেতা-কর্মীদের ওপর জুলুম নির্যাতনের প্রতিবাদে শহরের লঞ্চঘাট এলাকায় জেলা বিএনপি আয়োজিত জনসভায় খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
বুধবার সকাল থেকেই কাজ চলছে মঞ্চ সজ্জার। বিকেল ৪টার দিকে খালেদা জিয়ার জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
ইতোমধ্যেই মুন্সীগঞ্জের জনসভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন খালেদা জিয়া। দুপুর পৌনে তিনটার দিকে খালেদা জিয়া গুলশানের বাসা থেকে বের হন। দলীয় সূত্রে জানা যায়, তিনি নয়াপল্টন, মতিঝিল, হাটখোলা, সাইনবোর্ড, চাষাড়া, পঞ্চবটি, মুক্তারপুর ব্রিজ হয়ে মুন্সীগঞ্জ সার্কিট হাউজে পৌঁছবেন। পরে তিনি মুন্সীগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন হাটলক্ষী গঞ্জের জনসভায় উপস্থিত হবেন
খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতা-কর্মীরা মুন্সীগঞ্জ শহরের ধলেশ্বরী নদীর তীরে জনসভাস্থলে জড়ো হচ্ছেন। কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আলী আজগর রিপন মল্লিক, সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদ, শহর বিএনপির সভাপতি ও পৌর মেয়র একেএম ইরাদত মানু, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জেলা জাসাস সাধারণ সম্পাদক মঈনউদ্দিন সুমনসহ শত শত নেতা-কর্মী জনসভাস্থলে অবস্থান করছেন।
খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে শহর ও এর আশপাশের এলাকাজুড়ে অসংখ্য ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড লাগানো হয়েছে।