ধর্ষককে ফেরত পাঠাতে চায় বৃটেন
আন্তর্জাতিক ডেস্ক ঃ১৬ বছরের এক অজ্ঞান কিশোরীকে গাড়িতে ধর্ষণের দায়ে বাংলাদেশি বাংশোদ্ভূত এক বৃটিশ নাগরিককে দেশে ফেরত পাঠাতে চায় বৃটেন সরকার।
সোমবার ডেইলি মিররের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
মোহাম্মদ হাসানকে (৪৭) এ অপরাধে ৬ বছর কারাদণ্ড দেয়া হয়।
তিনি তিন বছর সাজা খেটেছেন। এখন বৃটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায়। কারণ, তার কাছে ‘ বৃটেনের কিশোরীরা নিরাপদ নয়’।
তবে দেশে ফিরতে চান না হাসান।
তিনি বলেছেন, তারা স্ত্রী ও সন্তানরা তার সাথে দেশে ফিরবে না। তিনি চান, তার সন্তানরা ইংল্যান্ডে বেড়ে উঠুক। তিনিও ইংল্যান্ডে ‘শান্তিতে’ থাকতে চান।
ব্রাডফোডের ট্রাইব্যুনালে নর্থ ইয়র্কসের বাসিন্দা হাসান সম্পর্কে বলা হয়, ধর্ষণ করার সময় হাসান ছিলেন ভদকা পরিবেষ্টিত। তিনি ধর্ষণের পর কিশোরীটিকে ‘মাংসের টুকরোর মত রাস্তায় ফেলে যান’।
ট্রাইব্যুনাল এখনো রায় ঘোষণা করেনি।