রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
এই দেশ এই সময়,ঢাকাঃ চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি বিমানে দেশের মাটিতে পা রাখেন তিনি। এ সময় তার সাথে সফরে থাকা প্রতিনিধি দলের সদস্যরাও ছিলেন।
উল্লেখ্য, শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী শিনজো এ্যাবের আমন্ত্রণে জাপান সফর করেন। সেখানে উভয় দেশের নেতাদের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি, সাহায্য-সহযোগিতাসহ নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্র: বাসস
Posted in: জাতীয়