ফাইনালে সাকিব-শাহরুখের কলকাতা নাইটরাইডার্স
টস হেরে আগে ব্যাটিংয়ে গিয়ে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে কলকাতা।উথাপ্পা ৪ চার ও ২ ছয়ে দলের পক্ষে সর্বোচ্চ ৪২(৩০) রান করেন।এছাড়াও মনিশ পান্ডে ২১(২০),ইউসুফ পাঠান ২০(১৮)ও সাকিব ১৮(১৬) রান করেন।পাঞ্জাবের লেগস্পিনার করণবীর সিং ৪০ রানে ৩ উইকেট শিকার করেন। এছাড়াও জনসন ও অক্ষর দুটি করে উইকেট নেন
জবাব দিতে নেমে দলীয় ৫ রানের মাথায় শেবাগকে হারালেও ভোরা ও ঋদ্ধিমান সাহার ব্যাটে চড়ে লক্ষ্য পথে ভালভাবেই এগুচ্ছিল পাঞ্জাব।তবে এ দুজনের বিদায়ের পরই ভেঙ্গে পড়ে ফ্র্যাঞ্চাইজিটির ব্যাটিং লাইনআপ।উমেশ যাদব ও মরনে মরকেলের বোলিংতোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রীতির দল।ফলে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে পা্ঞ্জাবের সংগ্রহ দাঁড়ায় ১৩৫ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫(৩১) রান আসে ঋদ্ধিমানের ব্যাট থেকে।এছাড়াও ভোরা ২৬(১৯) ও বেইলি ২৬(১৭) রান করেন।ম্যাচসেরা উমেশ মাত্র ১৩ রান দিয়ে চার উইকেট শিকার করেন।এছাড়াও ২৩ রানে ২ উইকেট নেন মরকেল।আজ অবশ্য বল হাতে ব্যর্থ হয়েছেন সাকিব।চার ওভার বল করে ১ উইকেট পেলেও তিনি খরচ করেছেন ৪৩ রান।
ফাইনালে যাওয়ার সুযোগ এখনো থাকছে পাঞ্জাবের।আজ দ্বিতীয় প্লে অফে মুখোমুখি চেন্নাই-মুম্বাই ম্যাচের বিজয়ী দলের সঙ্গে খেলবে পাঞ্জাব।সেই ম্যাচেই নির্ধারিত হবে ফাইনালে কলকাতার প্রতিপক্ষ হচ্ছে কোন দল।