একরাম হত্যা মামলায় আ.লীগ নেতা বেলাল গ্রেপ্তার
ফেনী প্রতিনিধিঃ ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হককে হত্যার পরিকল্পনাকারী আনন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান বেলাল হোসেনকে (৪৫) খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে জেলার মাটিরাঙ্গা উপজেলার বর্ণিল ডাকবাংলো এলাকার দুবাই বসরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনউদ্দিন খান আটকের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি যে বেলাল হোসেন, ফেনী সদর থানার ওসি মাহবুব মোর্শেদ তা নিশ্চিত করেছেন।
ওসি মাইনউদ্দিন আরো জানান, বেলাল মাটিরাঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে ভারতের দক্ষিণ ত্রিপুরায় যাওয়ার চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, গত সোমবার সকালে বেলালের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করে একরাম সমর্থকরা। পরে স্থানীয়রা গিয়ে আগুন নিভিয়ে ফেলে।