মমতার বাড়িতে শাহরুখ
স্পোর্টস ডেস্কঃ পশ্চিমবঙ্গ সরকারের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর বলিউডের বাদশা শাহরুখ খান। এই রাজ্যের মানুষের কাছে শাহরুখের প্রতি ভালোবাসাটা একটু বেশিই। তার আরেক কারণ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মালিক যে কিং খান!
তাই সুযোগ পেলেই সে ভালোবাসার প্রতিদান দিতে ভুল করেন না শাহরুখ। এই যেমন বুধবার ইডেনে পাঞ্জাবের বিপক্ষে কেকেআরের জয় নিশ্চিত হতেই আনন্দের ভাগাভাগি করতে চলে গেলেন পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। মমতাও আবেগে আপ্লুত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে এসে শুভেচ্ছা জানালেন নিজ অঞ্চলের বাণিজ্যিক আইকনকে। শুভেচ্ছা জানালেন কেকেআর-এর সকল খেলোয়ারসহ সকলকে।
বুধবার সন্ধ্যায় ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পরই ৮ টা ৮০ মিনিট নাগাদ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে উপস্থিত হন তিনি। তিনি কালীঘাটে পৌঁছতেই তাকে ঘিরে নামে উচ্ছ্বসিত মানুষের ঢল। বাড়িতে ঢুকে প্রায় ৩০ মিনিট মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন কিং খান।