গৃহবধূর অর্ধগলিত লাশ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নিখোঁজের ৩ দিন পর সেপটিক ট্যাংক থেকে মরিয়ম নামে এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে আলমডাঙ্গা উপজেলার জোড়গাছা গ্রামের নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
জানা যায়, গত সোমবার জোড়গাছা গ্রামের আবুল হোসেনের ছেলে আমিরুল ইসলাম ও তার স্ত্রী মরিয়ম বেগম নিখোঁজ হন। অনেক খোঁজাখুজির পরও তাদের না পেয়ে গৃহবধূ মরিয়মের ভাই নাসির উদ্দীন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি জিডি করেন। এদিকে বুধবার রাতে তাদের বাড়ির সেপটিক ট্যাংক থেকে প্রচন্ড দুর্গন্ধ বের হতে থাকলে থানায় খবর দেয়া হয়। পরে পুলিশ এসে সেপটিক ট্যাংক থেকে মরিয়মের অর্ধগলিত লাশ উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, এনজিও থেকে ঋণের টাকা নিয়ে বিরোধের জের ধরে স্বামী আমিরুল ইসলামই মরিয়মকে গলাটিপে হত্যা করতে পার