নিতম্ব ভারে আহত কুমির
রাশিয়া এক অভিনব দুর্ঘটনা ঘটেছে। বিশাল ওজনের এক নারী বাসের ঝাঁকুনিতে ছিটকে গিয়ে একটি কুমিরের ওপর পড়লে সেটি তার নিতম্ব ভারে আহত হয়েছে। শুধু তাই নয়, এরপর থেকে ওই জন্তুটি তিন ঘণ্টা ধরে বমি করতে থাকে। সে দেশের সেভারোমরস্ক সড়কের কাছে এই দুর্ঘটনাটি ঘটে বলে বার্তা সংস্থা রিয়া নভস্তি জানিয়েছে।
ঘটনার দিন বাসে করে সফর করছিল মুরমানস্ক অঞ্চলের এক সার্কাস দল। তাদের সঙ্গে ছিল নানা জীবজন্তু। এদের মধ্যে সাত ফুট লম্বা ফেদিয়া নামের একটি কুমিরও ছিল। কুমিরটির ঠিক মাথার উপরের আসনে বসেছিলেন ওই সার্কাসেরই এক মোটা নারী। সেভারোমোরস্ক এলাকার কাছের সড়কে এসে বাসটি হঠাৎ ঝাঁকুনি খায়। তখন ১৮ স্টোন ওজনের (১১৪কেজি) ওই নারী তার আসন থেকে ছিটকে গিয়ে কুমিরের ওপর পড়েন। তার বিশাল সাইজের নিতম্ব কুমিরের পিঠে আঘাত করে। এতে গুরুতর আহত হয় ফেদিয়া। তিন ঘণ্টা ধরে চলে বমি। সার্কাসের লোকজন তো তার বেঁচে থাকার আশাই ছেড়ে দিয়েছিলেন। দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কুমিরটিকে। তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে বলে ডেইলি মেইল জানিয়েছে। তবে অসুস্থ হওয়ার কারণে ঘটনার দিন রাতে তার নির্ধারিত সার্কাস খেলায় তার পক্ষে অংশ নেয়া সম্ভব হয়নি।
যদিও অভিনব এ দুর্ঘটনায় সার্কাসের ওই নারী কর্মীটি তেমন আঘাত পাননি বলে জানা গেছে। তবে এ ঘটনার পর ওই স্থূলা নারীকে ওজন কমানোর পরামর্শ দেয়া হয়েছে বলে স্থানীয় কোমসোমোলস্কায়া প্রাভদা পত্রিকায় প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে।
প্রসঙ্গত, রাশিয়ায় সার্কাসের দলগুলো এখনও অবাধে বাঘ, সিংহ, বানরসহ বিভিন্ন জন্তু জানোয়ারকে ব্যবহার করে থাকে। পশুদের সার্কাসে ব্যবহারের বিরুদ্ধে সে দেশে এখনো কোনো আইন প্রবর্তন করা হয়নি।