আইফোন প্রেমীদের জন্য সুখবর,সূর্যের আলোতে চার্জ
আপনি যদি আইফোন প্রেমী হোন তাহলে আপনার জন্য সুখবরই বলতে হবে। আগামী সেপ্টেম্বরেই হাতে পেতে পারেন বড় আকৃতির ষষ্ঠ প্রজন্মের আইফোন। জার্মান মোবাইল অপারেটর ডয়েচে টেলিকম জানিয়েছে ১৯ সেপ্টেম্বর বাজারে আসবে অ্যাপলের ষষ্ঠ প্রজন্মের এই ফোনটি।যদিও এ বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি। তারপরও স্রেফ গুজব বলে উড়িয়ে দেয়া যাচ্ছে না ডয়েচে টেলিকমের দাবিকে। কারণ যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের বাজারে যখন আইফোন ছাড়া হয় ঠিক সে সময়ই প্রতিষ্ঠানটি জার্মানিতে আইফোন বাজারজাত করে।ষষ্ঠ প্রজন্মের আইফোনে আগের ফোনগুলোর থেকে বেশকিছু অতিরিক্ত ফিচার থাকবে। তার মধ্যে অন্যতম হলো এর আকার। ধারণা করা হচ্ছে এর আকার হতে পারে ৪.৭ ইঞ্চি। এছাড়া সেন্সরও থাকবে অনেক বেশি। ৮ মেগাপিক্সেল ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্বাস্থ্য বিষয়ক সেন্সর এবং সূর্যের আলো ব্যবহার করে চার্জ দেয়ার সুবিধাও থাকবে।