কাফরুলে যুবলীগ কর্মীর লাশ উদ্ধার
এই দেশ এই সময়,ঢাকাঃ কাফরুল থানা এলাকার সেনপাড়া পর্বতা এলাকা থেকে মিজান(২২) নামের এক যুবলীগ কর্মীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাফরুল থানার ওসি আব্দুল কাইয়ুম এই দেশ এই সময়কে জানান, তিনি যুবলীগ কর্মী কিনা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে লোকমুখে শোনা যাচ্ছে তিনি যুবলীগ কর্মী।
তিনি আরো জানান, আমরা এতটুকো নিশ্চিত হতে পেরেছি যে, তিনি কাফরুল এলাকার এসএ পরিবহনের সামনে একটি চায়ের দোকানী ছিলেন। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
মিজানের গ্রামের বাড়ি বরিশাল মুলাদির কাজীরচরে।
মিজানের ছোট ভাই মামুন জানান, তিনি কাফরুল থানার ৯৪ নম্বর ওয়ার্ডের যুবলীগকর্মী ছিলেন। তার বাবার নাম নুরু মিয়া। তারা কাফরুলের ১৮৯ নম্বর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। এই বাড়ির সামনে থেকেই রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
তবে প্রাথমিকভাবে একটি সূত্রে জানা গেছে, গত ৭-৮ মাস পূর্বে তার সঙ্গে স্থানীয় এক ব্যক্তির টাকা লেনদেন নিয়ে দ্বন্দ্ব হয়। এ কারণে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।