বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » স্নোডেনকে দেশদ্রোহী আখ্যা দিয়েছেন,জন কেরি

স্নোডেনকে দেশদ্রোহী আখ্যা দিয়েছেন,জন কেরি 

keri

আন্তর্জাতিক ডেস্কঃ এক বছর আগে মার্কিন নজরদারির গোপন নথি ফাঁস করার পর প্রথম বারের মত আমেরিকার একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এডওয়ার্ড স্নোডেন বলেছেন ওয়াশিংটন তার পাসপোর্ট প্রত্যাহার করে রাশিয়াতে নির্বাসনে পাঠিয়েছে।

স্নোডেনের এই অভিযোগের পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি স্নোডেনকে দেশদ্রোহী আখ্যা দিয়ে বলেছেন তিনি মার্কিন বিচার ব্যবস্থার মুখোমুখি না হয়ে কাপুরুষের পরিচয় দিয়েছেন।
স্নোডেন একবছর আগে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির গোপন তথ্য ওয়াশিংটন পোষ্ট ও গার্ডিয়ানসহ কয়েকটি দৈনিক পত্রিকায় ফাঁস করে দেওয়ার পর তা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
keri
আমেরিকার সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল এনবিসিকে দেওয়া প্রথমবারের মত এক সাক্ষাৎকারে স্নোডেন বলেছেন, তার প্রাথমিক পরিকল্পনা ছিল দক্ষিণ আমেরিকার কোনো এক স্থানে যাওয়া। কিন্তু ওয়াশিংটন তার পাসপোর্ট প্রত্যাহার করে রাশিয়াতে নির্বাসনে রেখেছে।

স্নোডেন বলেন ‘আমি ব্যক্তিগতভাবে খুব অবাক হয়েছি যে আমি এখানে রয়েছি। আমার যাওয়ার ইচ্ছা ছিল দক্ষিণ আমেরিকায়। আমি কিউবার ফ্লাইট বুক করেছিলাম। কিন্তু মার্কিন সরকার সিদ্ধান্ত নিয়েছিল আমার পাসপোর্ট প্রত্যাহার করবে এবং আমাকে মস্কো এয়ারপোর্টে একটা ফাঁদে ফেলবে। তাই যখন মানুষ আমাকে জিজ্ঞেস করে তুমি কেন রাশিয়াতে? আমি তাদের বলি দয়া করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জিজ্ঞেস করো।

এই সাক্ষাতকার এবং এর বিষয়বস্তু প্রকাশ পেতে থাকলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি। তিনি স্নোডেনকে দেশদ্রোহী আখ্যা দিয়ে বলেছেন তিনি মার্কিন বিচার ব্যবস্থার মুখোমুখি না হয়ে কাপুরুষের পরিচয় দিয়েছেন।

সূত্র: বিবিসি

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone