ছাত্রলীগের গোলাগুলিতে নিহত১,গুলিবিদ্ধ ২
কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লায় ছাত্রলীগের দুই গ্রুপের গোলাগুলিতে সদর আসনের এমপির ভাতিজা আহসান হাবিব সুমু (২৭)নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কুমিল্লা শহরের মুন্সেফ পাড়ায় এ ঘটনা ঘটে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত সুমুর বাড়ি নগরীর মনসুরবাড়ি এলাকায়। তিনি কুমিল্লা সদরের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহারের ভাতিজা।
সংঘর্ষে গুলিবিদ্ধ ও আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত সম্পাদক (ওসি) খোরশেদ আলম জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুপুর ১টার দিকে ছাত্রলীগের সালেহ আহমেদ রাসেল ও জহিরুল ইসলাম রিন্টুর অনুসারীদের মধ্যে গোলাগুলি শুরু হয়।
এক পর্যায়ে সমু তাদের থামাতে গেলে তিনি গুলিবিদ্ধ হন। গুরুতর আহত সমুকে কুমিল্লা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সমু গার্ড বাংলাদেশ নামের একটি নিরাপত্তারক্ষী সরবরাহকারী প্রতিষ্ঠানের পরিচালক।
রাসেল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রলীগের নেতা ছিলেন। আর ছাত্রলীগ নেতা রিন্টু কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ভিপি ছিলেন।