স্ত্রী ও মেয়েকে কুপিয়ে হত্যা,স্বামী আটক
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ জেলার সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। এ ঘটনায় অভিযুক্ত সুমন মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জের হীরাঝিল মুক্তিনগর এলাকায় শনিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ময়না বেগম (২৯) ও তার মেয়ে নূরজাহান আক্তার স্বপ্না (১৩)।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন এই দেশ এই সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার ও প্রতিবেশীদের বরাত দিয়ে তিনি জানান, মুক্তিনগর এলাকার শুক্কুর মিয়ার বাড়িতে গত দুই মাস ধরে স্ত্রী ময়না বেগম, মেয়ে স্বপ্না ও সাত বছরের ছেলে ইমনকে নিয়ে ভাড়া থাকতেন সুমন মিয়া। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায়। গত কয়েক দিন ধরেই তাদের পরিবারে কলহ দেখা দেয়।
স্ত্রী ময়নার সঙ্গে শুক্রবার গভীর রাতেও সুমনের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে শনিবার ভোর ৪টায় ঘরে থাকা ধারালো দা দিয়ে প্রথমে ময়না ও পরে বাধা দিতে এলে মেয়ে স্বপ্নাকে কুপিয়ে জখম করে সুমন। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা যান।
তিনি জানান, ঘটনার পর ঘরে কিছুক্ষণ বসে ছিলেন সুমন। আশপাশের লোকজন বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে সুমনকে আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি দা উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, পারিবারিক কলহের জের ধরেই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। সুমনকে আটক করা হয়েছে।