উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া গেলেন,কাজী জাফর
এই দেশ এই সময়,ঢাকাঃ উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া গেলেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদ। কাজী জাফরের অবর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী ও মহাসচিব মোস্তফা জামাল হায়দারের নাম ঘোষণা করেছেন দলের চেয়ারম্যান কাজী জাফর আহমদ।
অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল ছাড়ার প্রাক্কালে শুক্রবার রাতে এ ঘোষণা দেন কাজী জাফর আহমদ।
কাজী জাফর আহমদ উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বলে এই দেশ এই সময়কে জানিয়েছেন কাজী জাফরের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা।
এর আগে রাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউনাইটেড হাসপাতালে কাজী জাফর আহমদের চিকিৎসার খবর নিতে যান। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএমএম আলম, আহসান হাবীব লিংকন, মুহাম্মদ আতিকুর রহমান আতিক, লুৎফর রহমান চৌধুরী হেলাল, নওয়াব আলী আব্বাস খান, আনোয়ারা বেগম, প্রফেসর ডা. একেএম শহিদুল ইসলাম, অ্যাডভোকেট মাওলানা রুহুল আমীন, অ্যাডভোকেট হোসনে আরা আহসান, খালেকুজ্জামান চৌধুরী, রফিকুল হক হাফিজ, অ্যাডভোকেট মুহম্মদ শফিউদ্দিন ভূঁইয়া, আলহাজ্ব মো. সেলিম মাস্টার, বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী নূর মোহম্মদ খান, সাবেক সংসদ সদস্য এমএইচ খান মঞ্জু উপস্থিত ছিলেন।