প্রেমের টানে ঘর ছাড়লেন জননী
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ প্রেমের টানে প্রেমিকের হাত ধরে স্বামীর ঘর ছাড়লেন দুই সন্তানের জননী মুক্তা আক্তার। তিনি সিঙ্গাপুর প্রবাসী স্বপন মিয়ার স্ত্রী। শুক্রবার দুপুরে গৃহবধূ মুক্তা আক্তার পালিয়ে যান। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পনগরীর ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ৫ বছর পূর্বে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আব্দুল বাছেদের ছেলে সিঙ্গাপুর প্রবাসী স্বপন মিয়ার সাথে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার দামারুল গ্রামের ইউসুফ হাওলাদারের মেয়ে মুক্তা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে একটি মেয়ে সন্তান সানজিদা ও একটি পুত্র সন্তান মিনহাজ জন্মগ্রহণ করে।
দুই বছর পূর্বে স্বামী স্বপন মিয়া সিঙ্গাপুরে পাড়ি জমানোর সুযোগে মুক্তা আক্তার পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তুলেন কায়সারের সাথে। শুক্রবার দুপুরে মুক্তা আক্তার সুযোগ বুঝে কায়সারের হাত ধরে পালিয়ে যায়।
প্রবাসী স্বপন মিয়ার ছোট ভাই আসাদুজ্জামান জানান, ২২ ভরি স্বর্ণ, দেড়লাখ টাকা নিয়ে তার প্রেমিকের হাত ধরে চলে যায় তার ভাবী।