কক্সবাজারের দুর্ঘটনায়,নিহত ২
কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়া উপজেলায় ট্রাক-চাঁন্দের গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহতসহ আহত হয়েছে আরও ছয় জন।
শনিবার ভোর ৫টার দিকে কক্সবাজারের চকরিয়ার হারবাং দরগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোহাম্মদ ইদ্রিস (২৫) ও হেলাল উদ্দিন (২০)।
জানা যায়, চকরিয়া থেকে একটি চাঁন্দের গাড়ি লোহাগাড়া যাচ্ছিল। পথে হারবাং দরগাহ এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি হয়। এতে ঘটনাস্থলেই ইদ্রিস মারা যান। আহত হন আরও সাত জন। পরে হাসপাতালে নেওয়ার পথে হেলাল উদ্দিনের মৃত্যু হয়।
আহতদের চকরিয়া ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Posted in: জাতীয়