বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » নগ্নতায় ভারতীয় পতাকায় বির্তকে মল্লিকা

নগ্নতায় ভারতীয় পতাকায় বির্তকে মল্লিকা 

mollika

বিনোদন ডেস্কঃ  কানে হাঁটলেন, অংশ নিলেন অক্সফোর্ডের আলোচনা সভায়৷ তবে এত কিছু করেও মন ভরেনি মল্লিকা শেরাওয়াতের৷ খবরের শিরোনামে উঠে আসতে mollikaমল্লিকা নিলেন সেই পুরনো পন্থা৷

আর পন্থা নিতেই সবার চোখ মল্লিকা শেরাওয়াতের দিকে৷ গপ্পোটা হল, মল্লিকা তাঁর নতুন ছবি ‘ডার্টি পিকচার’এর পোস্টার দিয়েই চলে এলেন বির্তকে৷ নগ্ন শরীরের উপর জড়িয়ে নিলেন ভারতীয় পতাকা৷ আর তা থেকেই একেবারে কেলেঙ্কারি ঘটিয়ে ফেললেন মল্লিকা৷

সঙ্গে সঙ্গে দেশের রাজনৈতিক নেতা গুলো ফোন করে বসলেন পরিচালক কে সি বোকাডিয়াকে৷ বদলাতে বললেন ছবির পোস্টার৷ এই পোস্টার ভারতের প্রতি অসম্মান প্রদর্শন করে৷ তবে পরিচালক কে সি বোকাডিয়া জানিয়েছেন, এই পোস্টারে শুধুমাত্র ব্যবহার করা হয়েছে ত্রিরঙ্গা কাপড়৷ অশোক চক্র না থাকায় এটা কোনও ভাবেই ভারতীয় পতাকার প্রতীক নয়৷

আপাতত,এই বির্তকের কেন্দ্র বিন্দু মল্লিকা শেরাওয়াত অবশ্য চুপ করেই থাকতে চান৷ বির্তকে আগুন আরও স্পষ্ট হলে তবেই নাকি তিনি মুখ খুলবেন৷

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone