পাবনায় গুলিবিদ্ধ আওয়ামী লীগ কর্মী,নিহত ৪
পাবনা প্রতিনিধিঃ পাবনার পুষ্পপাড়ায় অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে আহত আওয়ামী লীগ কর্মী রফিকুল ইসলাম (৩০) মারা গেছেন।
এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো চারজনে। নিহত রফিকুল ইসলাম ধর্মগ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
এ দিকে, সকাল থেকে এলাকাবাসী এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে পাবনা-ঢাকা মহাসড়কের পুষ্পপাড়া এলাকায় সড়ক অবরোধ করে রেখেছে এবং দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করছে।
এদিকে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার রাত পৌনে ৯টার দিকে পুষ্পপাড়া বাজারে ২০/২৫ জন অজ্ঞাত দুর্বৃত্ত অতর্কিতভাবে একটি দোকান লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে। এতে ঘটনাস্থলেই আওয়ামী লীগ কর্মী সুলতান, ফজলু এবং সালাম নিহত হয়। অন্যদিকে রফিকুল ও মামুন গুলিবিদ্ধ হয়ে আহত হন।
পরে আহতদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে রফিকুলের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় নেওয়ার পথে রোববার ভোরে সে মারা যায়।