বলিউডে অভিষেক হচ্ছে পর্নো তারকা শান্তি ডায়নামাইটের
বিনোদন ডেস্কঃ সানি লিওনের পর বৃটিশ পর্নো তারকা শান্তি ডায়নামাইটের অভিষেক হচ্ছে বলিউডে। রুপেস পল পরিচালিত বলিউডের নতুন একটি ছবিতে অভিনয় করছেন তিনি। এটি একটি প্রাপ্তবয়স্ক ছবি। এর মাধ্যমে সানি লিওনের পর এ প্রথম কোনো পর্নো তারকা অভিনয় করছেন বলিউডের কোনো ছবিতে। বিষয়টি আলোচনায় নিয়ে এসেছে শান্তিকে। এদিকে নতুন খবর হচ্ছে এ ছবিতে নগ্ন দৃশ্যে ক্যামেরাবন্দি হবেন শান্তি। সম্প্রতি তিনিই খবরটি জানিয়েছেন। সানি ‘জিসম-২’ ছবিতে অর্ধনগ্ন হয়ে কাজ করলেও নগ্ন হননি। তবে নিজের প্রথম অভিনীত ছবিতে শান্তিকে দেখা যাবে পুরোপুরি নগ্ন দৃশ্যে। এ ছবিটির জন্য প্রস্তুতিও নিচ্ছেন তিনি বেশ ভালভাবে। শান্তিু মূলত ভারত-জার্মান বংশোদ্ভূত। আর এ কারণে ভারতের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। ভারতীয় নাচের প্রতিও রয়েছে তার ব্যাপক দখল। স্টেজে এসব নাচ নিয়মিত পারফরমও করে থাকেন তিনি। এদিক সানি লিওন থেকে খানিকটা এগিয়ে শান্তি। কারণ সানি ভারতীয় নাচ এবং ভাষায় বেশ দুর্বল। তবে সানির প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে মনে করতে নারাজ শান্তি। এ বিষয়ে এ পর্নো তারকা বলেন, সানি লিওনের আলাদা স্টাইল রয়েছে। আমিও নিশ্চয়ই নিজের একটি ধারা প্রতিষ্ঠা করার চেষ্টা করবো এ ছবির মাধ্যমে। তাই সানিকে আমি প্রতিদ্বন্দ্বী ভাবছি না। সানি তার মতো কাজ করে যাবে আমি আমার মতো। এদিকে জানা গেছে, একটি ছবিতে চুক্তিবদ্ধ হতে না হতেই অসাধারণ শারীরিক সৌন্দর্যের আধিকারীনি শান্তির কাছে আরও বেশ কিছু ছবির প্রস্তাব এসেছে। পাশাপাশি প্রস্তাব এসেছে আইটেম গানেরও। এর মধ্যে ‘সাবিতা ভাবি’ নামক একটি মারাঠি ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সব মিলিয়ে বলিউড পরিচালকদের মধ্যে বেশ ভাল জাদুই ছড়িয়েছেন শান্তি। তবে বুঝেশুনে পথ চলতে চান তিনি। এ বিষয়ে শান্তির ভাষ্য হচ্ছে, আমি বলিউডে একদমই নতুন। তাই আস্তে ধীরে পথ চলতে চাই। এখন শুধুমাত্র নিজের প্রথম ছবিটি নিয়েই ভাবছি। শতভাগ মনোযোগ দিয়ে এর কাজ করতে চাচ্ছি। বাকিটা দর্শক বিচার করবেন।