রাষ্ট্রপতির দণ্ড মওকুফের ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট
এই দেশ এই সময়,ঢাকাঃ রাষ্ট্রপতির দণ্ড মওকুফের ক্ষমতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।
রোববার হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ’র পক্ষে এডভোকেট মনজিল মোরসেদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি দায়ের করেন।
রিটে দাবি করা হয়, সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে দণ্ড প্রাপ্তদের ক্ষমা করা বা দণ্ড মওকুফ বা কমানোর ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির। এ অনুচ্ছেদ সংবিধানের অন্য কয়েকটি অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।
রিটে সংবিধানের ৪৯ অনুচ্ছেদের সাথে ২৭, ৩১, ৩৫, ১১১ ও ১১২ অনুচ্ছেদ কেন সাংঘর্ষিক বলে ঘোষণা করা হবে না- সে মর্মে রুল জারিরও আবেদন জানানো হয়।
রিটে বিবাদী করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, আইন মন্ত্রণালয়ের লেজিসটেটিভ অ্যান্ড ড্রাফটিং বিভাগের সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে।