বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » এক দশক পর ফের বীর-জারা

এক দশক পর ফের বীর-জারা 

sharuk
স্পোর্টস ডেস্কঃ  বেঙ্গালুরুর ২২ গজে ফাইনালের ক্লাইম্যাক্স৷ বীর বনাম জারা৷ কিং খানের কলকাতা বনাম প্রীতির পাঞ্জাব৷ গম্ভীর বাহিনীর লক্ষ্য আইপিএলে দ্বিতীয়বার sharukচ্যাম্পিয়ন হওয়া৷ জয়ের লক্ষ্যে মরিয়া পাঞ্জাব৷
২০০৪-এর পর ২০১৪৷ এক দশক পর ফের বীর-জারা৷ এবার রুপালি পর্দায় নয়,খেলার মাঠে৷ তবে, বীর ও জারার রোমান্টিক কাহিনি নয়, এবার বরং যুযুধান দুই পক্ষ৷ শাহরুখ বনাম প্রীতি৷ আইপিএল ফাইনালে কলকাতা বনাম পাঞ্জাব৷ নাইটদের কাছে দ্বিতীয়বার তথা সপ্তম আইপিএল জয়ের হাতছানি৷ আর প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মরিয়া প্রীতির পাঞ্জাব৷
এই পাঞ্জাবকে হারিয়েই সপ্তম আইপিএলের ফাইনালে খেলার টিকিট পেয়েছে শাহরুখের কলকাতা৷ তাই, রবিবার বেঙ্গালুরুর ২২ গজে যুদ্ধের আগে বেশ আত্মবিশ্বাসী নাইট শিবির৷ সামনে বীরু ব্রিগেড৷ কিন্তু তাতে কী? খেলার আগের দিন বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেল গম্ভীর ব্রিগেডকে৷
মিস্ট্রি বোলার নারিন থেকে রবিন উথাপ্পা, ইউসুফদের হাব-ভাব যেন বলে দিচ্ছে, পিকচার আভি বাকি হ্যায়৷
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, বেঙ্গালুরুর ২২ গজে ফারাক গড়ে দিতে পারেন স্লো বোলাররা৷ যা আটকে দিতে ভয়ঙ্কর হয়ে উঠতে হবে তাবড় ব্যাটসম্যানদের৷ টস জেতাও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে৷ কলকাতার সমর্থকদের অবশ্য সে সব দিকে নজর নেই৷ তাঁদের দাবি, বীরুর উইকেট চাই-ই চাই৷

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone