নাইজেরিয়ায় বোমা হামলা, নিহত ৪০
আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মাঠে ফুটবল খেলা চলাকালে বোমা হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। একজন পুলিশ কর্মকর্তা ও একজন নার্স বিষয়টি নিশ্চিত করেছেন।
আদমাওয়া প্রদেশের মুবি শহরে রবিবার হামলার এ ঘটনা ঘটে। ওই এলাকায় ইসলামপন্থী সংগঠন বোকো হারাম এর আগেও হামলা চালিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে মুবি শহরের একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় ফুটবল মাঠে বোমা হামলায় ৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
মুবি জেনারেল হাসপাতালের একজন নার্সও নাম প্রকাশ না করার শর্তে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
বোকো হারামের হামলা প্রতিহত করতে এক বছরেরও বেশি সময় ধরে আদমাওয়াসহ দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের তিনটি প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সূত্র : এএফপি