মানবতাবিরোধী অপরাধে মোবারকের মামলার রায় যেকোনো দিন
এই দেশ এই সময়,ঢাকাঃ আওয়ামী লীগের বহিস্কৃত নেতা মোবারক হোসেনের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যেকোনো দিন ঘোষণা করা হবে।
সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার কার্যক্রম শেষে এ ঘোষণা দেন।
আদালতে মোবারকের পক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাডভোকেট মিজানুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সাহিদুর রহমান।
এ নিয়ে দুটি ট্রাইব্যুনালে তিনটি মামলা রায়ের অপেক্ষায় থাকল। ট্রাইব্যুনাল-১-এ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও বিএনপির নেতা ফরিদপুরের নগরকান্দার পৌর মেয়র পলাতক জাহিদ হোসেনের বিরুদ্ধে মামলার রায় অপেক্ষমাণ রয়েছে।
ট্রাইব্যুনাল-২-এ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মামলা অপেক্ষমাণ রয়েছে।
মোবারক হোসেনের বিরুদ্ধে গত বছরের ২৩ এপ্রিল মানবতাবিরোধী অপরাধে অভিযোগ আনা হয়। তার বিরুদ্ধে হত্যা, আটক, নির্যাতন ও অপহরণের পাঁচটি অভিযোগ এনে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।
মোবারক হোসেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নয়াদিল গ্রামের সাদত আলীর ছেলে। তিনি স্বাধীনতার পর জামায়াতে ইসলামীর ইউনিয়ন শাখার রোকন ছিলেন। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হন। তবে কিছুদিন পর দল থেকে তাকে বহিষ্কার করা হয়।
একাত্তরে সংঘটিত একটি হত্যার অভিযোগে মোবারকের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা হয়। পরে ২০১১ সালের ৯ অক্টোবর মোবারক হোসেন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। মামলাটি পরে ম্যাজিস্ট্রেট আদালত থেকে ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।