ভারতের ২৯তম রাজ্য তেলেঙ্গানা
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ২৯ তম তেলেঙ্গানা রাজ্যের মূখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির (টিআরএস) প্রধান চন্দ্রশেখর রাও। আর এর মাধ্য দিয়ে যাত্রা শুরু হলো নতুন এ রাজ্যের।
রোববার, মধ্যরাত থেকে রাজ্যটি যাত্রা শুরু করে । অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে তেলেঙ্গানা গঠন করা হয়।
এদিকে তেলেঙ্গানাকে ভারতের ২৯তম প্রদেশ করায় রাজধানী হায়দ্রাবাদের রাস্তায় আনন্দ উল্লাস করেছে টিআরএস-এর কর্মী, সমর্থক ও তেলেঙ্গানাবাসী।
গত এক দশক ধরে আলাদা রাজ্যের দাবিতে আন্দোলন করে আসছিলো টিআরএস অবশেষে তারাই তেলেঙ্গানা রাজ্যে সরকার গঠন করেছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে তার ছেলে রাম রাওসহ ১২জন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
ভেঙে যাওয়া দুই রাজ্যই আগামী দশ বছরের জন্য হায়দ্রাবাদকেই রাজধানী হিসেবে ব্যবহার করবে। তাদের গভর্নরও থাকবে একজন।