বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিশেষ সংবাদ » দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি নিহত 

_8573_01-06-14_South-Africa

অনলাইন ডেস্কঃ  দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মো. আলী প্রকাশ রহমত উল্ল্যাহ (২৭) নামে বাংলাদেশি এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
_8573_01-06-14_South-Africa
শনিবার দেশটির সাবেক রাষ্ট্রপতি নেলসন মান্ডেলার বাড়ির পাশ্ববর্তী চৈটু ওলান্ডো এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. আলী প্রকাশ রহমত উল্ল্যাহর বাড়ি নোয়াখালীর কবিরহাট পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ঘোষবাগে। বাবার নাম মোহাম্মদ আব্দুল।

দক্ষিণ আফ্রিকা থেকে নিহত রহমতের বন্ধু বাহার উদ্দিন ও নিহতের ভাই শহিদ উল্ল্যাহ জানান, বাংলাদেশ সময় শনিবার দিনগত রাত আড়াইটার দিকে তিনজন সন্ত্রাসী রহমতের ব্যবসা প্রতিষ্ঠানের (দোকান) সামনে আসে।  ওই সময় রহমত তার ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করছিলেন। এসময় সন্ত্রাসীরা রহমতকে দোকান খোলার জন্য বললে তার সঙ্গে সন্ত্রাসীদের কথা কাটাকাটি হয়।  একপর্যায়ে সন্ত্রাসীরা প্রথমে রহমতের বুকে একটি ও পরে কিছু দূর গিয়ে তার পেটে আরো একটি গুলি করেন। পরে স্থানীয় ব্যবসায়ীরা রহমতকে উদ্ধার করে স্থানীয় বারা হাসপাতালে ভর্তি করে।
রোববার দুপুর ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা যান মো. আলী প্রকাশ রহমত উল্ল্যাহ। মাস কয়েক বাদে বাংলাদেশে আসার কথা ছিল তার।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone