চলচ্চিত্রে অভিষেক প্রভার
বিনোদন ডেস্কঃ আলোচিত মডেল-অভিনেত্রী প্রভা এবার চলচ্চিত্রে অভিনয় করবেন। চলচ্চিত্রে কাজ করার ইচ্ছা তার বহুদিনের। চলচ্চিত্রের জন্য পুরোপুরি প্রস্তুতিও নিয়েছেন তিনি।
সংবাদমাধ্যমকে প্রভা বলেন, “দুই বছর আগেই আমার চলচ্চিত্রে অভিষেক হওয়ার কথা ছিল। নানা কারণে হয়ে ওঠেনি। এ বছরই আমি চলচ্চিত্রে আসছি। এরই মধ্যে ছবির পরিচালকদের সঙ্গে কথা হয়েছে। গল্প পছন্দ হলেই চুক্তিবদ্ধ হয়ে যাব। আশা করছি চলচ্চিত্রে বড় ধরনের চমক নিয়ে দর্শকের সামনে আসবো।”
প্রভা বর্তমানে ঈদের সালাউদ্দিন লাভলুর ছয় পর্বের নাটকে কাজ করেছেন। ধারবাহিকেও রয়েছে প্রভার সরব উপস্থিতি।
Posted in: বিনোদন