প্রাশাসনিক অস্থিরতায় উদ্বিগ্ন আওয়ামী লীগ
এজাজ ফারক মেহেদিঃ দেশের বর্তমান রাজনৈতিক ও প্রাশাসনিক অস্থিরতার কারণে আওয়ামী লীগ উদ্বিগ্ন। দল ও সরকার পরিচালনা করতে গিয়ে নানামুখী সংকটে পড়েছেন ক্ষমতাসীনরা। সরকারের দায়িত্বশীল ব্যক্তি ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা চলমান রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে এখন অনেক ব্যস্ত সময় কাটাচ্ছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক করতে চেষ্টাও চালাচ্ছে সরকার। একই সঙ্গে দলের অভ্যন্তরীণ কোন্দল ঠেকাতে কিছু কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। সরকার ও দল পরিচালনায় সফল হতে বিরামহীন প্রচেষ্টা চালাচ্ছেন দায়িত্বরতরা।
দল ও সরকারি বিভিন্ন কাজে গতি ফিরিয়ে আনার চাইতে এখন সব কিছু ঠিকঠাক থাকুক এটাই কাম্য ক্ষমতাসীন দলের। আর ক্ষমতাসীন এ জোটের শরিকরাও রয়েছেন নিবর ভূমিকায়। শরিক দলের প্রধান দুই গুরুত্বপূর্ণ নেতা রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুও চলমান রাজনৈতিক সংকটময় পরিস্থিতি নিয়ে তেমন কোনো কথা বলছেন না। বিশেষ করে রাশেদ খান মেনন কোনো সভা-সেমিনারেই রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন না বললেই চলে। সব পরিস্থিতি আওয়ামী লীগকে একাই সামাল দিতে হচ্ছে।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জাপান অবস্থানকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে ২৬ মে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এরপর ২৭ মে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে কেন্দ্রীয় ১৪ দলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভা শেষে ১৪ দলের অন্যতম শীর্ষ নেতা রাশেদ খান মেনন কোনো কথা বলেননি। আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সভা শেষে দেশের চলমান পরিস্থিতি নিয়ে তার উদ্বেগের কথা জানান। একই সঙ্গে অপরহণ, খুন ও গুমের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে তার সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন।
গত সপ্তাহে অনুষ্ঠিত পর পর দুটি বৈঠকের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন না হলেও আজ আবার বিশেষ বৈঠকে বসছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বৈঠকে থাকছেন আওয়ামী লীগের সকল অভিজ্ঞ নেতারা। দলের উপদেষ্টা পরিষদ সদস্য, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও জাতীয় সংসদে আওয়ামী লীগ দলীয় সদস্যগণ এ বৈঠকে উপস্থিত থাকছেন। দেশের এ সংকটময় পরিস্থিতিতে দলের প্রায় সব স্তরের নেতাদের নিয়ে এ বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকগণ।