আ’লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ জেলার দামুড়হুদা উপজেলায় গলায় ফাঁস দিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মুকুল (৩৪) নামে এক আওয়ামী লীগ কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার কালিয়াবকরি ভূড়োরগাড়ী মাঠের আমবাগানের মধ্যে সোমবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়। মুকুল ওই গ্রামের মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম ওরফে নূরু খাঁর ছেলে।
দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু জানান, নিহত মুকুল আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা তার জানা নেই বলে জানান সিরাজুল আলম।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মুকুল সন্ত্রাসী ও চাঁদাবাজ বিল্লাল গ্রুপের একজন সক্রিয় সদস্য ছিলেন। মুকুল নিজ গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলে অথবা প্রতিপক্ষের হাতে খুন হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।