চেষ্টা চলছে জিয়ার নাম মুছে ফেলারঃফখরুল
এই দেশ এই সময়,ঢাকাঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান অবৈধ সরকার বাংলাদেশ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা করছে। যা কখনো সফল হবেনা।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, জিয়া এ দেশের মানুষের হৃদয়ে ভাস্বর হয়ে থাকবেন চিরদিন।
Posted in: জাতীয়