অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন সাবেক নির্বাচন কমিশনার শামসুল হুদা
সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদা আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন। তার বক্তব্য সঠিকভাবে আসেনি মর্মে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করায় তাকে আদালত অব্যাহতি দেন। মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে আদালতের নির্দেশ অনুযায়ী সকালে এ টি এম শামসুল হুদা আদালতে হাজির হন। তার পড়্গে শুনানিতে অংশ নেন বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন।
এই দেশ এই সময়,ঢাকাঃ গত ১৮ মে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে শামসুল হুদার একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে আদালতে হাজিরের নির্দেশ দেন।
এর পাশাপাশি এ বিষয়ে রুলও জারি করেন হাইকোর্ট। রম্নলে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা আদালত নিয়ে অমর্যাদাকর বক্তব্য দেয়ায় আদালত অবমাননার অভিযোগে তার বিরম্নদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না- তা জানতে চান আদালত।
দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার, ঢাকার জেলা প্রশাসক ও গুলশান থানার ওসিকে রম্নলের জবাব দিতে বলা হয়।
উলেস্নখ্য, নির্বাচন কমিশনার ড. শামসুল হুদা ১৭ মে রাজধানীর ব্র্যাক সেন্টার-ইন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) উদ্যোগে ‘রাজনৈতিক দলসমূহ এবং বাংলাদেশে গণতন্ত্র’ শীর্ষক সেমিনারে বলেন, দেশে বর্তমানে কোনো আইনের শাসন নেই। এই পরিস্থিতি নূর হোসেনের (৭ খুনের আসামি) মতো চরিত্রের উত্থান ঘটাচ্ছে।
তার দেয়া এই বক্তব্য বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদনে প্রকাশিত হয়। এ ধরনের একটি প্রতিবেদন নজরে এলে তার বক্তব্য আদালত নিয়ে অমর্যাদাকর-এ অভিযোগে হাইকোর্ট তলব ও রুল জারি করেন।