বিশ্বকাপে ব্রাজিলের ২৩ সদস্যের দল ঘোষণা
স্পোর্টস ডেস্কঃ কোচ লুইজ ফেলিপ স্কলারি বিশ্বকাপের জন্য স্বাগতিক ব্রাজিলের ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন। প্যারিস সেন্ট জার্মেইর মিডফিল্ডার লুকাস মৌরা লিভারপুলের লুকাস লেইভা এবং এ্যাটলেটিকো মাদ্রিদ যুগল মিরান্ডা ও ফিলিপ লুইসকে দলের বাইরে রেখেই তিনি দল ঘোষণা করেন।
এসি মিলানের দুই তারকা কাকা ও রবিনহোকে স্ট্যান্ডবাই দলেও রাখেননি তিনি।
গোলরক্ষক : হুলিও সিজার, জেফাসন, ভিক্টর।
ডিফেন্ডার্স : মাসেরেলো, দানি আলভেজ, মাইকন, ম্যাঙওরেল, থিয়াগো সিলভা, ডেভিড লুইজ, দন্তে, হেনরিক।
মিডফিল্ডার : পলিনহো, রামিরেজ, উইলিয়ান, অস্কার, হার্নানেস, লুইজ গুস্তাভো, ফার্নানদিনহো।
ফরোয়ার্ড : বার্নার্ড, নেইমার, ফ্রেড, জো, হাল্ক।