দীপিকা একজন ভালো বন্ধু
বিনোদন ডেস্কঃ বলিউডে রণবীর সিং ও দীপিকা পাডুকোনের মধ্যকার প্রেমের সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন রয়েছে। তবে তারা সরাসরি বিষয়টি স্বীকার করতে রাজি নন। সম্প্রতি বণবীর সিং বলেছেন, দীপিকা তার জীবনে স্পেশাল পারসন। শুধু তাই নয়, দীপিকা তার একজন ভালো বন্ধুও বটে।
তিনি আরো বলেন, ‘জীবনে যত মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে তার মধ্যে দীপিকাকে বিস্ময়কর মনে হয়েছ। আমি সবসময় তার কাজের প্রশংসা করি। তবে আমাদের দুইজনকে নিয়ে জনমনে যে ধারণা রয়েছে সেটি সঠিক নয়।’
রণবীর বলেন, তিনি এখন কাজের মধ্যেই মগ্ন। এসব রোমান্টিকতা নিয়ে তার ভাবার সময় নেই। তিনি সবকিছুর ওপরে তার ক্যারিয়ারকেই বেশি গুরুত্ব দিতে চান।
সম্প্রতি রামলীলা সিনেমায় অভিনয় করে রণবীর-দীপিকা জুটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। আবার এই জুটিকে ‘বাজিরাও মাস্তানি’ সিনেমায় একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে।