ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
এই দেশ এই সময়,ঢাকাঃ ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণ পর ট্রেনের নীচে ঝাপিয়ে আত্নহত্যা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের মাস্টার্স পরীক্ষার্থী মাহবুব শাহীনের লাশ সোমবার রাত সাড়ে আটটার দিকে খিলগাঁও রেলগেট কাঁচাবাজারের পাশের রেললাইন থেকে উদ্ধার করা হয়েছে।
স্ট্যাটাসে শাহীন লেখেন-
“বন্ধুরা, আমি এমন একটি অপরাধ করতে যাচ্ছি, যা আমার পরিবার, আইন ও ধর্মের বিরুদ্ধে। আমি রেললাইনের ওপর শুয়ে আছি। ট্রেন আসছে। এই হতচ্ছাড়া নিজেকে দূরে সরিয়ে দিতে যাচ্ছি, যে অপদার্থ কিনা শুধু খেতেই জানে। আমি একটা কমেন্ট লিখেছিলাম, আমার যেতে হবে। তারপর তোমাদের কেউ একজন জানতে চেয়েছো, কোথা থেকে কোথায় যাচ্ছো? আমি জানি আমি কোথায় যাচ্ছি। কিন্তু আমি যাচ্ছি। এই অকর্মা নিজেকে ছেড়ে যাচ্ছি। বিদায়, বিদায় চিরতরে। মহান আল্লাহ তোমাদের সবার মঙ্গল করুন।”
ফেসবুকে স্ট্যাটাস দেখার পরপরই শাহীনের বন্ধুবান্ধবরা তার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করে। কিন্তু তার ফোন বন্ধ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ওই রেললাইনে শুয়েই শেষ স্ট্যাটাসটি লিখেছিলেন তিনি।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, “শাহীনের পকেটে চারটি চিঠি পাওয়া গেছে। ওই চিঠিতে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এমনটা লিখেছে সে।”
মাহবুব শাহীনের বাড়ি গোপালগঞ্জের মোকসেদপুর থানার মুনিরকান্দি গ্রামে।
ঘটনাস্থলে পুলিশ গিয়ে শাহীনের লাশ উদ্ধার করে এবং তার পকেটে থাকা চিঠির সূত্র ধরে তার পরিবারকে বিষয়টি জানায়। পুলিশের ধারণা ঢাকা থেকে দিনাজপুরগামী ট্রেনেই কাটা পড়েন শাহীন।
আজ (মঙ্গলবার) সকালে শাহীনের মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।